Blog Flower Wiki

বাংলাদেশের মৌসুমী ফুল

ষড়ঋতুর দেশ বাংলাদেশে প্রায় সব মৌসুমেই অনেক ধরনের ফুল ফুটে থাকে। এমনকি শীতকাল, যা কিনা রুক্ষ্ণ প্রকৃতির জন্য পরিচিত, তখনও বেশ কিছু ফুল ফুটে থাকে। বাংলাদেশের ফুলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর রঙের বাহার। সাদা, লাল, গোলাপি, হলুদ, নীল, কমলা, বেগুনী; এমন কোন রঙের ফুল নেই যা বাংলাদেশে ফোটে না। তবে দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের বেশিরভাগ মানুষ কোন ফুল কোন মৌসুমে ফোটে তা জানে। তাই এই পোস্টে সেই ব্যাপারে কিছুটা ধারনা দেয়ার চেষ্টা করা হয়েছে।</p


গ্রীষ্মকাল


গ্রীষ্মকালে ফোটা বেশিরভাগ ফুলেরই সুগন্ধি
গ্রীষ্মকালে ফোটা বেশিরভাগ ফুলেরই সুগন্ধি

গ্রীষ্মকালে বাংলাদেশে কাঠফাটা গরম পড়ে। দখিনা বাতাস সেই কাঠফাটা গরমের কষ্ট কিছুটা দূর করে হয়তোবা, কিন্তু গরমের কষ্ট কমবেশি সবাইকেই ভোগায়। সেই ভোগান্তি কিছুটা লাঘব করতে পারে ফুলের সুবাস। গ্রীষ্মকালে ফোটা বেশিরভাগ ফুলেরই সুগন্ধ আছে। এই সময় ফোটে চাঁপা, বেল, জবা, বকুল, করবী ইত্যাদি ফুল।</p




বর্ষাকাল


বর্ষাকালে ফোটা ফুল
বর্ষাকালে ফোটা ফুল

কালবৈশাখী কিছুটা বৃষ্টির আমেজ দিলেও বারিধারার বর্ষণ ভালোমত শুরু হয় বর্ষাকাল থেকে। এর এ সময়েই সবার আগে ফোটে কেয়া ফুল। কেয়া ফুলের মন মাতানো গন্ধই জানান দেয় যে বর্ষাকাল এসে গেছে। আর বর্ষাকালে আমাদের দেশের মাঠ, বিল, নদী, পুকুর, হাওড় সবই পানিতে টইটম্বুর হয়ে যায়। তার ওপর ফোটে জাতীয় ফুল শাপলা। তাছাড়া, অসাধারণ সুবাসের কদম ফুল তো আছেই। এর পাশাপাশি যূথি, কেতকি, কুন্দ এই মৌসুমের বিখ্যাত ফুল।</p


শরত ও হেমন্ত


শরত ও হেমন্ত ফোটা ফুল
শরত ও হেমন্ত ফোটা ফুল

বর্ষার পর শরত আর হেমন্ত ঋতু আসলে বাংলার প্রকৃতি স্নিগ্ধ রূপ ধারণ করে। নদীর তীরে দেখা যায় সফেদ সাদা কাশফুল। আর স্নিগ্ধ প্রকৃতির বার্তা নিয়ে আসে শিউলি। বর্ষাকালের পানি আসতে আসতে কমতে থাকলেও সেখানে ফোটে জলপদ্ম, আর স্থলে দেখা যায় স্থলপদ্ম। আর ভোরের শিশির দেখা দেয় শেফালী ফুলের পাপড়িতে।</p


শীতকাল


শীতকালে ফোটা ফুল
শীতকালে ফোটা ফুল

যদিও শীতকাল রুক্ষ্ণ প্রকৃতির প্রতিনিধি, তারপরও শীতকালে অনেক ধরনের আর বর্ণের ফুল ফোটে। গাঁদা, অতসী, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, গোলাপ এ সমস্ত ফুল বাংলাদেশে শীতকালেই ফোটে। আর ফোটে বকুল, যা সুগন্ধের জন্য বহুল প্রচলিত। প্রকৃতির রুক্ষ্ণতাকে একদমই ভুলিয়ে দেয় শীতকালের এই ফুলের বাহার। আর শীতকালের শেষের দিকে ফুটতে শুরু করে চাঁপা ফুল। চাঁপা ফুলের পাতা অবশ্য শীতকালেও ঝরে না, তাই রুক্ষ্ণতার মাঝে এক টুকরো সবুজের বার্তা বয়ে আনে চাঁপা গাছ।</p


বসন্ত


বাংলাদেশের বসন্তের ফুল
বাংলাদেশের বসন্তের ফুল

বসন্তকালকে বলা হয় ঋতুরাজ, আর এই ঋতুতেই বাংলাদেশে সবথেকে বেশি ফুলের মেলা বসে। মাঠে, বনে-জঙ্গলে, বাগানে, বাড়ির ছাদে অথবা যে কোন জায়গায়ই দেখা যায় হরেক রকম ফুলের সমারোহ। গাছে গাছে আগুন লাগে শিমুল, পলাশ আর কৃষ্ণচূরার ছোয়ায়। বাগান আলোকিত করে ফোটে গোলাপ, ডালিয়া, জিনিয়া, সূর্যমুখী প্রভৃতি। আর বনে বনে ফোটে নাম-না জানা অসংখ্য ফুল। ঋতুরাজের এই নামকরণ আসলেই স্বার্থক।</p